
নিউজটাইম ওয়েবডেস্ক : মৌখিক নয়, এবার থেকে লিখিত পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ করা হবে এসএসসি-তে। সরকারের তরফে প্রকাশ করা হল এমনই এক বিজ্ঞপ্তি। শুধুমাত্র তাই নয়, এবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য যে নম্বর বরাদ্দ থাকত, তাও উঠিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে দুটো করে লিখিত পরীক্ষা দেওয়ার পরেই, তার ভিত্তিতে প্রকাশিত হবে মেরিট লিস্ট। যদি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে কোনরকম অভিযোগ থাকে সেক্ষেত্রে সেবিষয়টি সরকারকে জানাতে হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর সরকার যা সিদ্ধান্ত নেবে, তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এসএসসি-তে নিয়োগের ক্ষেত্রে দুটি লিখিত পরীক্ষা দিতে হবে। তবে কোন রকম মৌখিক পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবেনা। একজন পরীক্ষার্থীকে মোট ৩০০ নম্বরের পরীক্ষা দিতে হবে, যার মধ্যে টেট বা প্রাইমারি টেষ্টের জন্য বরাদ্দ থাকবে ১০০ নম্বর। এবং আরও একটি পরীক্ষা হবে ২০০ নম্বরের।এই ২০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর বরাদ্দ থাকবে ইংরেজির জন্য, আরও ৫০ নম্বর থাকবে পরীক্ষার্থী যে মাধ্যম স্কুলে (হিন্দি/বাংলা)পড়াবেন তার ওপর। এবং বাকি ১০০ নম্বর থাকবে নিজের বিষয় তথা যে বিষয়ে পরীক্ষার্থী শিক্ষকতা করবেন তার ওপর। বিজ্ঞপ্তিতে আরও বা হয়েছে, প্রথমে ১০ নম্বরের টেট বা প্রাইমারি টেষ্টে পরীক্ষার্থী যদি পাশ করেন তবেই তিনি বাকি ২০০ নম্বরের পরীক্ষার খাতা দেখা হবে। মূলত পুরো নিয়োগ প্রক্রিয়ার কম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্যই এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে এই পদ্ধতি মেনে চললে মাত্র ৬-৭ মাসের মধ্যেই শেষ করা যাবে নিয়োগ প্রক্রিয়া ।