
নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রাইম থ্রিলারে নেশাগ্রস্থ হয়ে এবার বেঘোরে প্রাণ হারাল এরক শিশু। এদিন বাড়ি থেকে উদ্ধার হল রজনীকান্ত সাহা নামের ওই শিশুর দেহ। ঘটনাকে ঘিরে তাব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃত রজনীকান্তর বাবা সমীর সাহা দিনমজুরেরকাজ করেন এবং মা সরস্বতী সাহা গৃহবধূ। প্রতিবেশীদের দাবি, চতুর্থ শ্রেণির ছাত্র রজনীকান্ত অতিরিক্ত পরিমানে ক্রাইম থ্রিলারের প্রতি আকৃষ্ট ছিলেন। সারাদিন সেই সমস্ত ধারাবাহিক সে দেখতে থাকত। অনুমান করা হচ্ছে সেখান থেকে অনুকরণ করেই ওই শিশু এমন ঘটনা ঘটিয়েছে। শিশুটি যেসময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটায় তখন বাড়িতে কেউই উপস্থিত ছিলনা। ক্রাইম থ্রিলার দেখতে দেখতে তারই অনুকরণ করতে শুরু করে সে। প্রথমে বিছানার ওপর পর পর চারটি বালিশ সাজা. সে। তার পরেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। ঘরে ফিরে ছেলের দেহ ওই ভাবে ঝুলতে গিয়ে চমকে ওঠেন মা। সাথে সাথে খুদেকে নামান তিনি। কিন্ত ততক্ষনে আর কিছু অববশিষ্ট থাকেনা। তড়িঘড়ি শিশুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। খুদের এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস। শুধু তাই মন খুদের বাড়িতে এসেও তার বাবা-মা কে সান্তনা দেন তিনি। তবে মৃত্যুর কারন স্পষ্ট না হওয়ায় মমতা দায়ের হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।