
নিউজটাইম ওয়েবডেস্ক : কবিতা লিখনে তার প্রতিভা সকলের ই জানা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।কোনও বড় ঘটনা ঘটলে শত কাজের মাঝে কবিতা লিখতে অভ্যস্থ মুখ্যমন্ত্রী। সেরকমই একটি কবিতা তিনি লিখেছেন বুধবার। যদিও এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পুরীতে। এদিন বিকেলে তিনি জগন্নাথ দেবের মন্দির দর্শন করেন। তার মাঝেও কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করেন.
নোটবাতিলের পর মোদীর বিরোধিতা করে তিনি কবিতা লিখেছিলেন। কবিতা লিখেছিলেন নিজের দল তৃণমূলকে নিয়ে ও. এবার দিল্লির হিংসা নিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।