
নিউজটাইম ওয়েবডেস্ক : অ্যানথ্রাক্সের আতঙ্কে বন্ধ হয়ে গেল হাতি সাফারি। আজ থেকে চারদিন জলদাপাড়া জাতীয় উদ্যানের সাফারিতে নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর। শিশামারা ও মালঙ্গী বিটে হাতির পাশাপাশি বন্ধ রাখা হয়েছে কার সাফারি ও. আচমকা হাতি সাফারি বন্ধ হওয়ায় হতাশ
পর্যটকেরা। চারদিনে ৫টি স্ত্রী গণ্ডারের মৃত্যুতে ছড়িয়েছে অ্যানথ্রাক্স আতঙ্ক। তার জেরে জলদাপাড়া বন্ধ হয়ে গেল। আলিপুরদুয়ারে হাতির পিঠে চড়ে বন্যপ্রাণী দেখতে আসে বহু পর্যটক। রবিবার থেকে বুধবার পর্যন্ত এই সাফারি ই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বন দফতর। যে গণ্ডারগুলি মারা গিয়েছে তার মধ্যে ৩টির মৃত্যু হয়েছে শিশামারা ও মালঙ্গী বিটে। তাই এই দুই বিটে বন্ধ করা হয়েছে সাফারি ও । তবে বনকর্তাদের অনুমান ৫টি গণ্ডারের মৃত্যুর পিছনে আ্যনথ্রাক্স নয় রয়েছে অন্য কোনো কারণ ও . ইতিমধ্যেই মৃত গণ্ডারদের নমুনা পাঠানো হয়েছে নমুনার জন্য। রিপোর্ট এলে সিদ্ধান্ত নেওয়া হবে সাফারি কতদিন বন্ধ থাকবে।