
নিউজটাইম ওয়েবডেস্ক : তাঁর বিভিন্ন কর্মক্রিয়ার জন্য একাধিকবার বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তবে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের তরফে এক নতুন সম্মান পেতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এবার ‘জঙ্গলমহল স্বীকৃতি’ দিতে চলেছে পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়।
জঙ্গল মহলের উন্নয়নে মমতা বন্দোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। আর তাই যোগ্য সম্মান দিতে আসন্ন সমাবর্তনে তাঁকে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সুত্রের খবর, সমাবর্তনের দিনও স্থির করা হয়েছে আগামী ৩ মার্চ। তবে দু:খের বিষয় হল, এদিনের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেননা মুখ্যমন্ত্রী। চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি। তবে তাঁর পরিবর্তে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আপনার বিশ্ববিদ্যালয় আমাকে ‘জঙ্গলমহল স্বীকৃতি’ সম্মান দিতে চায়, এতে আমি অত্যন্ত খুশি। কিন্তু পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে এদিনের সমাবর্তন অনুষ্ঠানে যাওয়া সম্ভব হচ্ছেনা।’ একই সাথে তিনি চিঠিতে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী যাতে অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেই ব্যপারে তিনি তাঁকে অনুরোধ জানাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এবং পরে কোন সময় তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন।