
নিউজটাইম ওয়েবডেস্ক : উর্দি পরে মন্ত্রীকে প্রণাম পুলিশের। বীরভুমের রামপুরহাটের ঘটনায় ফের বিতর্কে পুলিশ। উর্দি পরে কোনো কর্মী মন্ত্রীকে প্রণাম করতে পারে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের বক্তব্য, শাসক দলের দাসে পরিণত হয়েছে পুলিশ।
পুলিশের উর্দির অসম্মান হয়েছে আগেও। জনতার মার খেতে বাঁচতে টেবিলের তলায় লুকোতে দেখা গেছে এক পুলিশ কর্মীকে। ফের উর্দির অসম্মান। এবার ঘটনাস্থল বীরভূমের রামপুরহাটের পুলিশ আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ। সেখানে হাজির ছিলেন কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যেপাধ্যায়। পুরসভা এলাকার সংবর্ধনা সভায় আচমকাই এস এস আই রঞ্জন দত্ত মন্ত্রীকে প্রণাম করতে ঝোঁকেন। যদিও মন্ত্রী হাত ধরে ফেলায় ইচ্ছেপূরণ হয়নি রঞ্জনবাবুর। বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনাটিকে সৌজন্য বলে দাবি মন্ত্রীর। পুলিশ শাসকের দলদাসে পরিণত হয়েছে এই অভিযোগ উঠছে একাধিকবার। ঘটনায় একাধিক পুলিশকর্মী উষ্মা প্রকাশ করেছেন।