
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রকাশ্য দিবালোকে স্কুটার থেকে ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল এক দূষ্কৃতি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
কালনার একটি পেট্রল পাম্পে, পেট্রল ভরে সেখানে দাঁডিয়েয় এক বন্ধুর সাথে কথা বলছিলেন কালনার রাজবাড়ী এলাকার বাসিন্দা তাপস পাল। তখনই স্কুটারের ডিকি থেকে ব্যাগে রাখা প্রয়োজনীয় কাগজ ও লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেন এক দুষ্কৃতি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সেই সুত্র ধরেই শুরু হয়েছে তদন্ত। সুত্রের খবর, তাপস পাল নামের ওই ব্যক্তি পেশায় কনষ্ট্রাকশনের ব্যবসায়ী। ওই যুবক তার ব্যবসার জিনিস কেনার জন্য লক্ষাধিক টাকা নিয়ে দুপুর ১টা নাগাদ কালনার একটি পেট্রোল পাম্পে স্কুটারে তেল ভরতে আসেন। সেখানেই দেখা হয় এক পরিচিতর সঙ্গে। তাপস বাবু পাম্পের স্টাফকে টাকা দিয়ে সাইডে থাকা তার পরিচিত এক বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে ঠিক সেই সময় সুযোগমতো স্কুটারের ডিকি খুলে ঐ ব্যাগ নিয়ে পালায় এক চোর। এর পর এলাকার লোকেরা ছুটে গিয়ে তাকে ধরতে গেলেও ব্যর্থ হয়। ততক্ষনে পালিয়ে যায় ওই দুষ্কৃতি। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ l