
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনে ৬২ টি আসনে জিতে তৃতীয় বারের জন্য দিল্লির মসনদ দখল করলেন অরবিন্দ কেজরিওয়াল।। বিজেপিকে একেবারে কোনঠাসা করে দিল্লিতে ফের ক্ষমতায় আপ সরকার। দিল্লিতে কেজরিরি এই বিপুল জয়ে খুশি হয়ে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা। মঙ্গলবার চূড়ান্ত ফল প্রকাশের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে শুভেচ্ছা জানিয়েছেন কেজরিওয়ালকে। আপ-এর জয়কে গণতন্ত্রের জয় বলেও মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যের জন্য ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন কেজরিওয়ালের জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়র খুশি হওয়ার বিষয়টিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘দিল্লি, ঝাড়খণ্ডের ফলে আত্মবিশ্বাস ফিরবে ভাবছেন? তা আর সম্ভব হবে না। যেখানে ভোট হচ্ছে তৃণমূলের বিরুদ্ধেই যাচ্ছে। একুশে সাফ, বাংলা এগোচ্ছে সেদিকেই৷’ দিল্লির ভোটের ফলে অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালের এই জয় প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, “দেশজুড়ে বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি। শান্তি বা উন্নয়ন নয় তাঁরা ভাগাভাগির রাজনীতি করে। তাই এবার তার ফল হাতেনাতে পাচ্ছে। মহারাষ্ট্র থেকে শুরু করে ঝাড়খণ্ডের সব জায়গাতেই শেষ বিজেপি। এবার সেই দলে নাম তুলল দিল্লি। ওরা ছড়াচ্ছিল ঘৃণার রাজনীতি। কিন্তু, গণতন্ত্রের জয় হল। কেজরিওয়ালের জয় হল। আমি AAP’র জয় আর বিজেপির পরাজয়ে খুশি। এই দেশে ঘৃণার রাজনীতির কোনও জায়গা নেই।” এরপরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘লোকসভা ভোটের আগেও আমরা কয়েকটি রাজ্যে হেরেছিলাম। লোকসভায় ফল উল্টো হয়েছে৷ দিল্লির ফল নিয়ে তৃণমূলের উৎসাহিত হওয়ার কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস কমে গিয়েছে। দিল্লি, ঝাড়খণ্ড দেখে হয়তো ভাবছেন আত্মবিশ্বাস ফেরাবেন, সম্ভব হবে না।’