নিউজটাইম ওয়েবডেস্ক : কোচবিহার মেডিকেল কলেজের মাদার এন্ড চাইল্ড হাফে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। শিশুর পরিবারের অভিযোগ গতকাল রাতে গর্ভবতী অবস্থায় রোগীকে ভর্তি করা হয়। এরপর মহিলাটির নরমাল ডেলিভারি হয় এবং তারপর শিশুটিকে অযত্নে ফেলে রাখে হাসপাতালে নার্সরা। আর তাতেই শিশুটির স্বাস্থের অবনতি ঘটে।
বাড়ির লোককে থাকতে দেওয়া হয়নি রোগীর সঙ্গে। এরপর কি অবস্থা তেই বেড থেকে পড়ে মৃত্যু হয়েছে সদ্যজাত শিশুর তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গতকাল শিশুটির জন্মের পর থেকে কাঁদেনি। তাই আইসিইউতে রাখা হয়েছিল শিশুটিকে। শিশুটির বেড থেকে পড়ে মারা যায়নি গতকাল জন্মের পর থেকেই সঙ্কটজনক অবস্থায় ছিল শিশুটি,এবং তা কাল রাতেই পরিবারকে জানানো হয়েছিল। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।