এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগ শুরু আজ

নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতি বিতর্কের  মাঝেই আজ থেকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় নিয়োগের প্রক্রিয়া আজ সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে গিয়েছে।

১৪০৪ জন চাকরিপ্রার্থী ১৪০৯ টি জেলাভিত্তিক স্কুলের কোথায় কত ভেকেন্সি আছে তা বাছাই করতে পারবে আজ। সকলে যাতে চাকরি পায় তার জন্য পুরুষ ও মহিলার আলাদা আলাদা কাউন্সিলিং বা রেকমডেশন’এর ব্যবস্থা করা হয়েছে।

কর্মশিক্ষা প্রার্থীদের মধ্যে ২৭৮ জন পুরুষকে ডাকা হয়েছে আজ।১১ তারিখ ৩০৩ জন মহিলা প্রার্থীকে ডাকা হবে। অর্থাৎ এই দু’দিনে কর্মশিক্ষায় চাকরি পাবে মোট ৫৮১ জন।

শারীর শিক্ষা প্রার্থীদের মধ্যে ১২ ও ১৪ তারিখ,২৮৩ ও ২৭২ জন পুরুষদের ডাকা হয়েছে।১৬ তারিখ ২৬৮ জন মহিলাকে ডাকা হয়েছে। অর্থাৎ মোট ৮২৩ জন শারীর শিক্ষা বিভাগে চাকরি পাবেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube