
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের অসুস্থ সৌরভ গাঙ্গুলী। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল অ্যাপোলো হাসপাতালে। বুধবার দুপুরে বুকে ব্যাথা অনুভব করেন তিনি। চিকিৎসকের দল তৈরি করে মহারাজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার পর তাঁরা সিদ্ধান্ত নেবেন তাঁকে হাসপাতালে রাখা হবে কিনা, বা কিভাবে এগোবে চিকিৎসা।
গত ২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তী করা হয়ে সৌরভকে। সেই সময়েই দেখা যায় তাঁর হৃদযন্ত্রে তিনটি ধমনীতে ব্লক আছে। একটি ধমনীর ব্লকেজ সরানো গেলেও বাকি দুটিতে এখনও কিছু করা যায়নি। ইতিমধ্যেই তার দুটি স্টেন বসানো হয়েছিল। আরও দুটি বসানোর কথা আছে। তবে এর মধ্যে রেগুলার চিকিৎসার মধ্যে থাকার কথা বলা হয়েছিল তাকে, এবং তা চলছিলও। কিন্তু ফের বুধবার দুপুরে বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।