
নিউজটাইম ওয়েবডেস্ক : বর্ডার গাভাস্কার ট্রফির শুরুতেই অনেক ক্রিকেট বোদ্ধা আশঙ্কা করেছিলেন, নিশ্চিতভাবেই ভারত সিরিজটি হারবে। অনেকে এক পা বাড়িয়ে বলেছিলেন, শুধুমাত্র প্রথম টেস্টটিতেই ভারতের জয়ের সম্ভাবনা রয়েছে। প্রথম টেষ্টের শেষ ইনিংসে লজ্জা জনক হারের পর তারাই উস্কে দেয় হোয়াইটওয়াশের সম্ভাবনা।
কিন্তু সমস্ত ভবিষ্যৎবানী মিথ্যে করে টেষ্ট জিতল ভারত। একের পর এক খেলোয়াড়ের চোটে এক সময় দলে ১১ জন সদস্য নির্বাচন করাও হয়ে দাঁড়িয়েছিল অসম্ভব। সেই ভাঙাচোরা দল নিয়ে ভারতের জয়ের অন্যতম কারিগর ঋষভ পন্থ। ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ঋষভ যেন বুঝিয়ে দিল ভারতীয় দলের হয়ে সাদা জার্সিতে তিনি আগামী কয়েক বছর পৃথিবী শাসন করার ক্ষমতা রাখে। এর আগে তৃতীয় টেষ্টে যখন অজি পেস ব্যাটারির ক্ষুরধার আক্রমণের সময় বেশ কিছুটা ব্যাকফুটে তখন মারমুখী ইনিংস খেলেন পন্থ। ক্যাঙারুদের নিশ্চিত জয় থেকে দুইবার ম্যাচ ছিনিয়ে আনল যে পন্থ সে কিন্তু তৈরি এক অজির হাতেই। কে জানে অলক্ষ্যে থেকে মুচকি হেসে ‘তোমারে বধিবে যে’ প্রবাদের কথাই ভাবছেন কিনা রিকি পন্টিং।