
নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৭৪/৫। আজ ব্রিসবেনে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া যোগ করে ৯৫ রান। মধ্যাহ্নভোজের আগেই শেষ ৫ উইকেট তুলে নিয়ে অজিদের রানের পাহাড় গড়া থেকে আটকে দেয় ভারত। ভারতের হয়ে নটরাজন, শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর তিনটি করে উইকেট নেয়।
তবে গাব্বায় ৩৬৯ রানের লক্ষ্য খুব সহজ নয় ভারতের কাছে।এই পরিস্থিতিতে কোহলিহীন ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা রোহিত শর্মা। কিন্তু চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে রোহিত শর্মা যেভাবে নাথান লায়নের বলে আউট হলেন তাতে আশাহত ক্রিকেট বোদ্ধা থেকে সমর্থকরা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ব্যাক্তিগত ৪৪ রানের ঝকঝকে ইনিংসের পর নাথান লায়নকে ছয় মারতে গিয়ে নিজের মহামূল্যবান উইকেটটি উপহার দিয়ে বসেন হিটম্যান। অন্যদিকে প্রতিশ্রুতিমান ওপেনার শুভমান গিলও এদিন ব্যর্থ হন। ১৫ বলে ৭ রান করে তিনি ফেরেন সাজঘরে। এই মুহুর্তে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং আজিঙ্ক রাহানে। তৃতীয় টেস্টের শেষদিনে অজিদের কাছ থেকে জয় ছিনিয়ে আনা হনুমা বিহারী ও রবিচন্দন অশ্বিন ছিটকে গিয়েছেন এই টেস্টে। তাই গতির গাব্বায় বড় ভরসা রাহানে – পুজারা জুটি।