
নিউজটাইম ওয়েবডেস্ক : বুমরা-অশ্বিনদের বোলিংয়ে ভর করে বক্সিং ডে টেস্টে শুরুটা দুরন্ত ভাবেই করলো ভারত। মেলবোর্নে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে অ্যাডিলেডে অজিদের প্রথম ইনিংসের পুনরাবৃত্তি হল দ্বিতীয় টেস্টেও। বুমরা-অশ্বিনদের বোলিংয়ের সামনে ১৯৫ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। শুরুতেই জো বার্নসকে শূন্য রানে ফেরালেন বুমরা। বল হাতে পেয়েই ভেল্কি দেখাতে শুরু করলেন অশ্বিন।
৩৮ রানে তিন উইকেট খুইয়ে যখন রীতিমতো চাপে পড়া অজি ব্যাটিংকে দিশা দেখালেন ট্রাভিস হেডস এবং লাবুশানে। ৮৬ রানের পার্টনারশিপ করে যখন ক্রিজে রীতিমতো জাঁকিয়ে বসেছে এই জুটি, তখনই ধাক্কা দিলেন সেই বুমরাই। ৩৮ রানে হেডসকে ফেরালেন ভারতীয় এই তারকা পেসার। প্রথম ইনিংসে পুরেপুরি ব্যার্থ হলেন স্মিথ সহ অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। ৪৮ রান করে কিছুটা সম্মান রাখলেন লাবুশানে। ১৯৫ রানেই শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বুমরা চারটি, অশ্বিন তিনটি উইকেট নিলেন। আর প্রথম টেস্ট ম্যাচে বল হাতে নেমেই ২ উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টকে বিরাট আস্থা জোগালেন সিরাজ। ব্যাট করতে নেমে শুরুতেই মায়াঙ্কের উইকেট হারায় ভারত। অভিষেক টেস্টে অবশ্য জমাট ব্যাটিংয়ে পূর্বাবাস দিচ্ছেন শুভমন গিল ২৮ রানে অপরাজিত আছেন এই তরুণ ব্যাটসম্যান। তার সঙ্গে আছেন পূজারা। দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৬। মেলবোর্নে দ্বিতীয় দিনে সকালে বিরাট পরীক্ষার মুখে ভারতীয় ব্যাটিং।