
নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড আক্রান্ত ৭ বারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস হ্যামিলটন। ফর্মুলা ওয়ানের তরফ থেকে জানানো হয় মঙ্গলবার। তাঁদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়।
ইতিমধ্যেই লুইস আইসোলেশনে আছেন, গত ২ সপ্তাহে যাঁরা তার সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে এবং আইসোলেশনে পাঠানো হয়েছে। বাহরিন গ্রাঁ প্রি শুরুর আগেই নিয়ম মাফিক পরীক্ষায় লুইসের রিপোর্ট পজিটিভ আসে। ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে লুইস তৃতীয় যে করোনা আক্রান্ত। এর আগে সার্জিয়ো পেরেজ এবং ল্যান্স স্ট্রল আক্রান্ত হয়েছে। গ্রাঁ প্রি তে মার্সিডিজের তরফ থেকে সার্কিটে নামতেন লুইস। তবে তাঁর করোনা পজিটিভ হওয়ায় তা যে সম্ভব না, তা বলাই বাহুল্য। তবে তার পরিবর্তে কে আসবে তা এখনও ঘোষণা করা হয়নি। এর আগে বহুবার লুইসের পরীক্ষা হয়েছিল তবে তার ফলাফল নেগেটিভ আসে। ৪ ডিসেম্বর প্র্যাকটিসের আগে বিধিবদ্ধ পরীক্ষায় তার ফল পজিটিভ আসে, এর ফলে তার মহড়ার সুযোগও হয়নি।