
নিউজটাইম ওয়েবডেস্ক : সারবিয়ান টেনিস তারকা নেভাক জোকোভিচ মঙ্গলবার তার সোশ্যাল নেটওয়ার্কে জানালেন তিনি করেনা পজিটিভ। শুধু তিনিই না এমনকি তাঁর স্ত্রী জেলেনাও সংক্রামিত হয়েছেন। তবে তাঁর সন্তানেরা সুস্থ আছেন।
এবিষয়ে তিনি জানান, প্রদর্শনী ম্যাচ সেরে বেলগ্রেডে ফেরার পরই তাঁরা করোনা পরীক্ষা করেন, এবং তার ফল পজিটিভ আসে। তাঁর এবং তাঁর স্ত্রীর পজিটিভ এলেও সংক্রামিত হননি তারকার তিন সন্তান। এর আগে সোমবার ক্রোয়েশিয়ার আরও এক টেনিস তারকা বরিস করিকেক করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের করোনা পজিটিভ আসে। জোকোভিচে আয়োজিত প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এই দুজন তারকাই, সেখান থেকেই সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন উঠেছে নানান মহল থেকে। একজন প্রথম সারির ক্রীড়াবীদ হয়েও বিশ্বের এমন একটা সঙ্কটের মুহুর্তে সমস্ত বিধি নিষেধ শীকেয় তুলে জমায়েতের আয়োজন করলেন কিভাবে। এই বিষয়ে তারকা জানান, গত একমাসে আমরা যে কাজ করেছি তা অত্যন্ত ইতিবাচক ভাবনা নিয়েই করেছি। এই প্রদর্শনি ম্যাচের সাহায্যে আমরা এমন সঙ্কটের মুহুর্তে বিশ্বে শান্তি ও একতার বার্তা পৌঁছতে চেয়েছিলাম। এই ট্যুরটি এমন ভাবেই ভাবা হয়েছিল যাতে প্রতিষ্ঠিত টেনিস তারকাদের সাথে সাথে নতুন টেনিস প্লেয়ার যারা সবে তাদের ক্রীড়া জীবন শুরু করেছে তারাও একটি প্রতিযোগিতার সুযেগ পায়। কারণ কোভি-19 এর জন্য বহুদিন ধরে সমস্ত রকম প্রতিযোগিতাই বন্ধ। এবং এই প্রদর্শনী ম্যাচের মাধ্যমে মেলা অর্থের সমস্তটাই দান করার কথা সমাজের প্রান্তিক মানুষদের, যারা এই মহামারীর সময়ে সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। সকলে যেভাবে এই উদ্যোগে সারা দিয়েছিল তাতে আপ্লুতই হয়েছেন বলে জানানএই সারবিয়ান টেনিস তারকা। এর সাথে সাথে এই টুর্নামেন্ট অংশ গ্রহণ করে যারা যারা সংক্রামিত হয়েছেন তাঁদের সকলের কাছে তাঁর বিবৃতিতে ক্ষমাও চেয়েছেন নোভাক জোকোভিচ।