
নিউজটাইম ওয়েবডেস্ক : শেষ রক্ষা হলনা নিউজিল্যান্ডের। সুযোগের সদব্যবহার করে ঘরের মাঠে টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করার ভারত। ২০ ওভারে ১৬৪ রানের টার্গেট নিয়ে ভারতকে হারাতে নেমলেও ১৫৬ রানেই থমে যেতে হয় নিউজিল্যান্ডকে।
টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে রোহিত শর্মার টিম ইন্ডিয়া৷ এদিন হাফ সেঞ্চুরিও করেন হিটম্যান।তাঁকে যথাযথ সাহায্য করেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার৷ ১৬৪ রান করার লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড।ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৬ রানের বশি তুলতে ব্যর্থ হয় তাঁরা। এদিন ব্যাট করতে নেমে কিউয়িরা কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। গোটা সিরিজে নিউজিল্য়ান্ডের জার্সিতে ব্যাট হাতে ফর্মে থাকা কলিন মুনরো এদিন ‘খাপ’ খুলতে পারেননি। ৬ বলে ১৫ রান করার পরে ওয়াশিংটন সুন্দর গুগলিতে বোল্ড হয়ে যান তিনি।