
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার করাল গ্রাস থেকে বাদ পড়েনি তাঁর দেশ। সুস্থ-স্বাভাবিক পরিস্থিতির পরিবর্তে সারা দেশ জুড়ে এখন চলছে মৃত্যুমিছিল। এই সংকটের দিনে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটর জস বাটলার। তাই এই মুহূর্তে দেশবাসীর পাশে দাঁড়াতে এক অভিনব পন্থা অবলম্বন করলেন এই তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের দুটি হাসপাতালকে অর্থ সাহায্য করতে এবার নিজের বিশ্বকাপ খেলা জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৯-এর বিশ্বকাপে ইয়ন মর্গ্যানের টিম ইংল্যান্ডের দূর্দান্ত জয় আজও চোখে ভাসে ক্রিকেট প্রেমীদের। সেবারই প্রথমাবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়ছিল ইংল্যান্ড। দেশের দূর্দিনে সেই বিশেষ ম্যাচে তাঁর পরা জার্সিটিই এবার নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন বাটলার। এদিন সোশ্যাল সাইটে বিশ্বাকাপের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে তারকা ক্রিকেটর লেখেন, “রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতালকে আর্থিক ভাবে সাহায্য় করার জন্য আমি আমার বিশ্বকাপ ফাইনালের টি-শার্ট নিলামে তুলছি। গত সপ্তাহে দেশবাসীকে পাশে থাকার আবেদন জানায় এই দুই হাসপাতাল। তারাকরোনা আক্রান্তদের সুস্থ করতে উন্নত সরঞ্জাম ব্যবহার করতে চায়।” নিলামে যা আর্থ পাবেন তার পুরোটাই ওই দুই হাসপাতালে তুলে দেবেন বলেও জানান বাটলার।