
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় রাষ্ট্রকে ৮০ লক্ষ টাকা দান করলেন ভারতীয় ক্রীকেটার রোহিত শর্মা। তিনি বলেন এই মহামারী রোখার সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের অর্থাৎ সাধারণ নাগরীকের।
ভারতীয় ওডিআই দলের সহ অধিনায়ক ৪৫ লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে এবং ২৫ লক্ষ টাকা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে। এছাড়া একটি ফুড ডেলিভারি অ্যাপের দরীদ্র মানুষের কাছে লকডাউন চলা কালীন খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগের জন্য দিয়েছেন ৫ লক্ষ টাকা। রাস্তার কুকুর বা অন্যান্য পশু পাখিকে খাওয়ানোর জন্যেও দান করছেন তিনি।