
নিউজটাইম ওয়েবডেস্ক : আইপিএল-এর হাতছানি। নিজের প্রিয় টুর্নামেন্ট শুরুর আগেই বড়সড় সুখবর পেলেন চেন্নাই সুপার কিংস সহ-অধিনায়ক। এবার ফের দ্বিতীয়বারের জন্য বাবা হলেন সুরেশ রায়না। সোমবার পুত্র সন্তানের জন্ম দেন রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা। জানা গিয়েছে সদ্যাজাত এবং মা দুজনেই বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
করোনা আতঙ্ক যখন গ্রাস করেছে বিশ্ববাসীকে, ঠিক সেই মুহূর্তে সন্তানের জন্ম নিয়ে বেশ চিন্তিত ছিলেন সুরেশ-প্রিয়াঙ্কা। কিন্তু এদিন সমস্ত প্রতিকূলতাকে জয় করে পৃথিবীর আলো দেখল জুনিয়ার রায়না। এর আগে ২০০৬ সালে প্রথম সন্তান গ্রাসিয়ার জন্ম দেন সুরেশ পত্নী প্রিয়াঙ্কা। এবার দ্বিতীয়বারের জন্য বাবা হওয়ায় তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁর বন্ধু-বান্ধব থেকে শুরু করে অনুগামী ও ভক্তরা। একইসাথে এদিন রায়নিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি তাঁর দল চেন্নাই সুপার কিংসও। জাতীয় দল থেকে বহুদিন বাইরে রয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও সাফল্য ধরাছোঁয়ার বাইরে। এখন একমাত্র আইপিএলকে হাতিয়ার করেই জাতীয় দলে ফেরার টার্গেট নিয়েছেন সিএসকে তারকা। ফলে সামনের আইপিএল তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ। আর এই টুর্নামেন্টের আগে পুত্র সন্তানের আগমন সংবাদ যে অনেকখানি উৎসাহ জোগাতে পারে সুরেশের মনে, এমনটাই মনে করছেন অনেকে।