
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃষ্টিতে পণ্ড প্রথম সেমিফাইনাল। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃষ্টিতে এক বলও খেলা হলো না ভারত-ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ। বেশি পয়েন্ট থাকার কারণে ফাইনালে চলে গেল হরমনপ্রীত কাউরের ভারত।
গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে ৮ পয়েন্ট ভারতের। ইংল্যান্ডের পয়েন্ট ৬। সেটাই তফাৎ গড়ে দিল। সেমিফাইনালে রিজার্ভ-ডে না থাকায় সমালোচনার মুখে আইসিসি। অক্টোবরে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই একই নিয়ম থাকছে। ফাইনালে ওঠার পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেছেন, ”এটাই যখন নিয়ম সেটা মেনে নিতে হবে। ভবিষ্যতে রিজার্ভ-ডে থাকলে ভাল হয়। আমরা জানতাম গ্রুপে সব ম্যাচ জেতা থাকলে তার সুবিধা পাব। সেটাই হয়েছে। ফাইনালে দলগতভাবে সেরাটা দিতে চাইছি। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।” বৃহস্পতিবার অপর সেমিফাইনালেদক্ষিন আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছাল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। রবিবার ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহারণ।