
নিউজটাইম ওয়েবডেস্ক : ওয়ান-ডে’র পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ ভারত। ক্রাইস্টচার্চে বিরাটদের ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ড। আড়াই দিনেই টেস্ট হার ভারতের। দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল কিউইরা। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম সিরিজ হার বিরাটের দলের। ৬ উইকেটে ৯০ রান থেকে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে ১২৪ রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। হনুমা-পন্থরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বোল্ট-সাউদিদের বিরুদ্ধে। বোল্ট নেন ৪ উইকেট। সাউদির ঝুলিতে ৩ উইকেট। জবাবে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩১ রান ৩ উইকেট হারিয়ে তুলে ফেলে নিউজিল্যান্ড। বিরাট কোহলির নেতৃত্বে এই প্রথম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল ভারত।
কয়েক সপ্তাহ পরেই আইপিএল শুরু। চার-ছক্কা হইহইয়ের মাঝে এই লজ্জার হোয়াইটওয়াশের স্মৃতি ফিকে হয়েই যাবে কিছুটা। কিন্তু যে অস্বস্তিকর প্রশ্নগুলো টেস্টে খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিমের সামনে ছুড়ে দিল এই সিরিজ, সেগুলো তো থেকেই যাবে। যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করতে না পারলে বিদেশে এমন লজ্জা কিন্তু আরও অপেক্ষা করে থাকবে। দেশে তো সবাই জেতে। বিদেশে নিয়মিত জিতলে তবেই না এক নম্বর!