
নিউজটাইম ওয়েবডেস্ক : ওয়েলিংটন টেস্টে কোনঠাসা ভারত। আর সেখানেই অ্যাডভান্টেজ নিচ্ছে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের ব্যর্থতায় রবিবার টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ১৮৩ রানেক লিড পায় কিউয়িরা। এদিন ১৬৪ রানে থেমে যেতে হয় ভারতকে। ১৬৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংস শেষ করে ৩৪৮ রানে।
এদিন এক ইনিংসে ৫ উইকেট নিলেন ইশান্ত শর্মা। অন্যদিকে অশ্বিনের ঝুলিতে আসে ৩ টি উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে রাহানে ও হনুমার ব্যটে লড়াই করেছে ভারত। কিন্তু আবারেও ফের ব্যর্থ হয়েছেন কোহলি-পূজারা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটে রান নেই পৃথ্বীর। ৫৮ রান করে বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৪ রান। রাহানে এবং হনুমা ২৫ ও ১৫ রানে অপরাজিত থাকেন। এখনও ৩৯ রানে পিছিয়ে রয়েছে ভারত। আর সেই সঙ্গে তৈরি হয়েছে টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়ার আশঙ্কাও।