
নিউজটাইম ওয়েবডেস্ক : উয়েফার শাস্তির মুখে এবার ম্যান সিটিকে খোঁচা দিতে ছাড়লেন না জোসে মোরিনহো। শুধু খোঁচাই নয়, খানিকচা রসিকতা করেই ২০১৮ সালে লিগ ম্যান ইউয়ে-কে দেওয়ার দাবি করেছেন পোর্তুগিজ এই কোচ। আর্থিক কেলেঙ্কারির জন্য বড় শাস্তি পেতে চলেছে ম্যান সিটি। ট্রান্সফার ব্যান, জরিমানার সঙ্গে তাঁদের আইপিএল খেতাবও কেড়ে নেওয়া হতে পারে।
এই পরিস্থিতিতে ম্যাঞ্চেস্টারের প্রাক্তন কোচ মোরিনহো প্রশ্ন তুলেছে, ২০১৮ সালে প্রিমিয়ার লিগে দুই নম্বরে শেষ করা ম্যান ইউকেই চ্যাম্পিয়ন ঘোষনা করা হবেনা? ২০১৮ সালে লিপ খেতাব ঘরে তুলেছিল পেপ গুয়ার্দিওয়ালার দল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের থেকে কড়া হতে পারে এই খেতাব। ফলে সাবার লিগে দুই নম্বরে শেষ করা ম্যান ইউয়ের শিরোপা পাওয়ার সম্ভাবনা একটাই থাকছে।