
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার মাঝরাতে বিশ্বকাপে আর একটা মহাযুদ্ধ। রাত সাড়ে বারোটায় মুখোমুখি দুই ফুটবল জায়ান্ট স্পেন ও জার্মানি। খাদের কিনারে দাঁড়িয়ে আছে জার্মানরা। জাপানের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে নামতে হচ্ছে মরণ বাঁচন ম্যাচে। রবিবার ম্যাচ হারলে এই প্রথমবার বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচ হারবে জার্মানি। এবং টানা দু’বার প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হবে।
আগের ম্যাচে জার্মানির সেই পরিচিত ঝাঁঝ, পেনিট্রেশন, গতি চোখে পড়েনি। এবার তো সামনে তিকিতাকার দেশ দৈত্য স্পেন। খোঁচা খাওয়া বাঘের গর্জন কি শোনা যাবে, নাকি স্প্যানিশ পাসের বন্যায় ভেসে যাবে জার্মান স্বপ্ন। লেরয় সানে চোটের জন্য আগের ম্যাচে খেলতে পারেননি। এই ম্যাচেও সম্ভবত তাঁকে পাবে না জার্মানি। অন্যদিকে কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ঝলমল করছে স্পেন। অপ্রস্তুত জার্মানিকে ছিঁড়ে ফেলতে মুখিয়ে আছেন গাভি, টোরেস, অ্যাসেনসিওরা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023