প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের কৃতী ছাত্রী সাত্বিকা মজুমদারের।  এবার তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাড়ি থেকে উদ্ধার সুইসাইড নোট। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রুমঝুম পার্কে। সাত্বিকা সোনারপুর ব্লকের খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মেয়ে। বাবা ও মার একমাত্র মেয়ে সাত্বিকা। পড়াশোনা ও মিষ্টি ব্যবহারে  এলাকার সকলের প্রিয় ছিল সে। কিন্তু মিষ্টি মেয়েই ঘটিয়ে ফেলে দুর্ঘটনা।

 ভোররাতে ঘরের আলো জ্বলছে বলে মেয়ের ঘরে দেখতে যান সাত্বিকার বাবা সন্তোষ মজুমদার। দেখেন ফ্যানের সাথে ঝুলছে মেয়ের দেহ। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আজই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। জানা গিয়েছে সোশাল মিডিযার মাধ্যমে উত্তরপ্রদেশের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় সাত্বিকার। ছেলেটি তার কাছে যাওয়ার জন্য চাপ দিত। ছেলেটির ফোন নাম্বারও লিখে গিয়েছে সুইসাইড নোটে। সাত্বিকার ফোন ও সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube