
নিউজটাইম ওয়েবডেস্ক : লরি ছিনতাই করতে এসে বাধা পেয়ে শুট আউট। জাতীয় সড়কের ওপরে ট্রাকের খালাসীর মাথায় গুলি দুষ্কৃতীদের।আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন খালাসী নাজমুল সাকিন।ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার গভীর রাতে খড়গপুর লোকাল থানার ৬০ জাতীয় সড়কের জকপুরে। ট্রাকের খালাসীকে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা।আশঙ্কাজনক অবস্থায় লরির খালাসী নাজমুল সাকিনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর জকপুরে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ট্রাকের খালাসি এবং চালক দুজন রাস্তার উপরে ট্রাক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দুজন দুষ্কৃতি মোটরবাইক এসে তাদের উপর চড়াও হয়। লরিটি ছিনতাই এর চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি চালায়। গুলি লাগে খালাসি নাজমুল সাকিনের মাথায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়গপুর লোকাল থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023