
নিউজটাইম ওয়েবডেস্ক : যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য সিউড়ি থানার বাঁশঝোরের চরকাপাড়া গ্রামে। মৃতের নাম শেখ ফাইজুল। গ্রামেই তার মৃতদেহ উদ্ধার হয়। পুরোনো শত্রুতার জেড়েই ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের।আজ সকাল দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি র মত ঘটনা ঘটে, এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
দুপুরেই জেলায় সভা করে পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের তৃণমূলের প্রার্থীদের জয়ী করার জন্য লড়তে দলের কর্মীদের বার্তা দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার রাতে তিনি জেলা ছাড়ার আগেই সিউড়িতে বালিঘাটের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূলের দ্বন্দ্বে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ ফাইজুল (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ির তিলপাড়া পঞ্চায়েতের অন্তর্গত বাঁশজোড়ে ময়ূরাক্ষী নদীর বালিঘাটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। বিরোধীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই বালিঘাটের দখল নিয়ে আতাই শেখ ও শেখ কাজলের গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। তৃণমূল আশ্রিত দু’পক্ষের বিবাদ পুলিশ ধামাচাপা দিয়ে রেখেছিল বলেও অভিযোগ বিরোধীদের। এ দিন তা চরম আকার নেয়। রাতে শুরু হয় বোমাবাজি। তার মধ্যে ওই তরুণকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রাতে গ্রামে বোমাবাজির অভিযোগ পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023