
বি-টাউনে আবার বেজেছে বিয়ের সানাই । বিয়ের আবহে গমগম করছে বি-টাউন । আগামিকাল অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারকা জুটি সিদ্ধার্থ-কিয়ারা । বহু প্রতিক্ষিত এই বিয়ে নিয়ে আলোচনা এবং উন্মাদনার শেষ নেই ভক্তমহলে । কোথায় বসছে বিবাহ আসর থেকে কী পোশাক বেছে নিচ্ছেন তারকা জুটি প্রশ্ন ঘুরছে সবার মনেই । তার সাথে এই রাজকীয় বিয়ের মেনুতে কী কী থাকবে তা নিয়েও হচ্ছে বিস্তর আলোচনা ।
শোনা যাচ্ছে, রাজস্থানের জয়সলমেরে বসছে বিবাহ আসর । আর এই রাজকীয় বিয়ের খাবার মেনুতেও নাকি রয়েছে তেমনই এলাহি আয়োজন । যেহেতু রাজস্থানে বসছে বিয়ের আসর তাই খাওয়াদাওয়াতেও থাকছে রাজস্থানি ছোঁয়া । মেনুতে থাকছে, রকমের ডাল-বাটি-চুর্মা । থাকবে ৮ রকমের চুর্মা ও ৫ রকম বাটি । তাছাড়া থাকবে কাবাব, সর্ষে শাক, মাকাইয়ের রুটি , মিষ্টির রকমারি পদ । পাঞ্জাবি খাবারদাবারেরও থাকছে এলাহি ব্যবস্থা । শুধু তাই নয়, ভারতীয় খাবারের পাশাপাশি থাকবে চাইনিজ, ইটালীয়ান, কোরিয়ান খাবারের আলাদা কাউন্টার ।
এখন এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর জন্য অপেক্ষায় ভক্তমহল থেকে বি-টাউন ।
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023