নিউজটাইম ওয়েবডেস্ক :
শান্তিনিকেতনের
পৌষ মেলা নিয়ে কিছুতেই কাটছে না জট।এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর পর্যটকদের ঢল
নামে। দেশের সীমানা ছাড়িয়ে ভিড় জমান বিদেশীরাও। সারা বছরে এই মেলার সময়েই ব্যবসা করতে
পারেন শান্তিনিকেতনের ব্যবসায়ীরা। করোনার জন্য দু বছর বন্ধ ছিল এই মেলা। এরপর বিশ্বভারতীর
উপাচার্যের সঙ্গে বিরোধের কারণে পৌষ মেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটেনি।
শান্তিনিকেতনে
পৌষ মেলা হওয়া নিয়ে
আবারও অনিশ্চয়তা তৈরি হলো।
গত দুদিন আগে বিশ্বভারতীর
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জেলা প্রশাসনিক বৈঠক
ডেকেও, তিনি উপস্থিত না
হওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মন্ত্রী চন্দনাথ সিংহ এবং জেলাশাসক
বিধান রায়। যদিও
এ খবর পেয়ে বিজেপি
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
জানিয়েছে্ন, ‘পৌষ মেলা হবে
শান্তিনিকেতনের ভুবন ডাঙ্গার মাঠেই’। জনস্বার্থে
করা মামলার শুনানি রয়েছে
২৯ তারিখ। পৌষ
মেলা করা নিয়ে কলকাতা
হাইকোর্টে জনস্বার্থে মামলাটি করেছিলেন পর্যটন ব্যবসায়ী
গুরমুখ জেটওয়ানী।