
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের কিং খান শাহরুখ। যতবারই পাপারাৎজিদের সামনে ধরা দিয়েছেন তিনি, ততবারই একেবারে টপ টু বটম পারফেক্ট।কখনও একেবারে শ্যুটেড বুটেড, আবার কখনও ক্যাসুয়ালেও অটুট রেখেছেন তাঁর চারিপাশের আলোকবৃত্ত।দেশে বিদেশে ভক্তদের কাছে, সমাজের কাছে তৈরি করেছেন স্টাইল স্টেটমেন্ট। কিন্তু এইবার সেই স্টাইল স্টেটমেন্ট ভেঙে ধরা দিলেন অন্যভাবে।
সৌদি আরবে ‘ডাঙ্কি’ সিনেমার শ্যুটিং’এ গিয়েছেন শাহরুখ।কর্মের পাশাপাশি ধর্মের প্রতি শাহরুখ খানের বিশ্বাস আস্থা যে কতটা, তা সকলেই জানেন।তাই সুযোগ পেয়েই মক্কায় গেলেন উমরাহ করতে। শাহরুখ যেখানে, ক্যামেরাও সেখানে। মক্কার ভিতরে শাহরুখের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে, রিদা এবং ইজার পরে রয়েছেন তিনি। কিং খানকে এই রূপে দেখে অবাক হয়েছেন সকলে। প্রশংসার বন্যা বয়েছে সামাজিক মাধ্যমে। মহারাজ এ কোন বেশে ধরা দিলেন! আলোচনা ভক্তদের মধ্যে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022