
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিম বর্ধমানের কুলটি কলেজে মঙ্গলবার দুপুরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বেধে যায় । যার ফলে আহত হয় একাধিক পড়ুয়া এবং একজন কলেজ কর্মী । মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গনে বাম ছাত্র সংগঠন এসএফআই’এর তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ।
এই রক্তদান শিবির’কে কেন্দ্র করে কলেজের আরেক ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বচসা বাঁধে। বচসার জেরে শুরু হয় হাতাহাতি। থেকে সংঘর্ষে জড়িয়ে যায় দুই পক্ষ। যার ফলে আহত হয় একাধিক । ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ কুলটি কলেজ প্রাঙ্গনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে । তবে কুলটি কলেজ জুড়ে এখনও রয়েছে উত্তেজনা ।Latest posts by news_time (see all)
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023