SFI এর বিধানসভা অভিযানে ধুন্ধুমার, আটক সৃজন দীপ্সিতারা

নিউজটাইম ওয়েবডেস্ক : ডিএ নিয়ে রাজ্যজুড়ে ধর্মঘট ডেকেছে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে আজই ছাত্র ভোট ও আনিস কাণ্ড নিয়ে বিধানসভা অভিযান ডেকেছিল এসএফআই। অভিযানে সমর্থন করে আইএসএফও। বিধানসভা অভিযান শুরু হতেই তাঁদের বিভিন্ন জায়গায় আটকানো হয়। শেষে পুলিশ ও এসএফআই কর্মীদের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বিধানসভা গেটের কাছে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। বিধানসভার গেটের উপর উঠে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমন সময় পুলিশ আটকাতে গেলে তাঁদের সঙ্গে খন্ডযুদ্ধ বেঁধে যায়। একপ্রকার টেনে হিঁচড়ে তাঁদের আটক করে পুলিশ।হাওড়ান থেকে দীপ্সিতা ধর ও বিধানসভা থেকে সৃজন ভট্টাচার্যসহ বেশ কয়েকজননে আটক করে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube