
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার মধ্যরাতে প্রি কোয়ার্টারের ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড। রাত সাড়ে বারোটায় সেনেগালের মুখোমুখি হবে থ্রি লায়ন্স। একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে ইংল্যান্ড এবার খেতাব জয়ের অন্যতম দাবিদার। দলগত ফুটবল তুলে ধরে এগিয়ে চলেছে তারা। অধিনায়ক হ্যারি কেন, সাকা, স্টার্লিংরা প্রতিপক্ষের রক্ষণে যথেষ্ট চাপ তৈরি করছেন। গোল পাচ্ছেন র্যাশফোর্ডও।
সব মিলিয়ে ঝকঝকে আক্রমণ। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল অবশ্য পিছন থেকে উঠে এসে অঘটন ঘটাতে তৈরি। প্রথম ম্যাচে তারা নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল। তারপর ঘুরে দাঁড়িয়ে উঠে এসেছে নক আউটে। দলের মূল চালিকা শক্তি সাদিও মানেকে ছাড়াই দৌড়োচ্ছে সেনেগালিরা। রবিবার বেশ টাফ ফুটবলের সামনে পড়তে হবে ইংল্যান্ডকে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023