
নিউজটাইম ওয়েবডেস্ক : পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত পারবেলিয়া কোলিয়ারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল স্কুলের ছাদ। বিপজ্জনক অবস্থা স্কুলের, অল্পের জন্য প্রাণে বাঁচলো ছাত্র-ছাত্রীরা। এখনো বিপদজনক অবস্থায় রয়েছে স্কুলটি, যেকোনো মুহূর্তে কোন বিপদ ঘটতে পারে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যপ্রিয় গুরু তিনি জানালেন অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলে ছাত্র-ছাত্রীরা।তিনি আরও জানান, ‘স্কুলের যা অবস্থা যেকোনো মুহূর্তে অল্পের জন্য বিপদজনক ঘটনা ঘটতে পারে।’ ইতিমধ্যে তিনি নিতুরিয়া থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে অবগত করেছেন, তাড়াতাড়ির মধ্যে কোন ব্যবস্থা গ্রহণ না করলে বড় বিপদের সম্মুখীন হতে হবে বলে আতঙ্ক।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023