
নিউজটাইম ওয়েবডেস্ক : এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই কপাল খুলে গেল আপনার।সোমবার শেয়ার বাজারে উন্নতির মুখ দেখল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একলাফে শেয়ার বাড়ল অনেকটাই। এমনকি রেকর্ড বৃদ্ধি বললেও ভুল বলা হবে না।
সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই এসবিআই এর শেয়ার বাড়ল ৬২২.৯০ শতাংশ। আগের থেকে ৫% বৃদ্ধি পেয়েছে শেয়ার। এই বৃদ্ধি গত ৫২ সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে। গত তিন মাসে ১৩২৬৪.৬২ কোটি টাকার মুনাফা করেছে এসবিআই। এই লাভের ভাগ এসবিআই গ্রাহকরাও পাবে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023