
নিউজটাইম ওয়েবডেস্ক : এসবিআই ব্যাঙ্কের এটিএমে টাকা নেই। কিন্তু টাকা না থাকলে সচরাচর এটিএম স্ক্রিনে যা দেখা যায়, তা নেই এইখানে। বরং যা লেখা রয়েছে তা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। লেখা রয়েছে ‘’পয়সা আদানি নিয়ে গেছে’’।সকাল থেকে এই ছবিতেই ছয়লাপ ফেসবুক। সকলে জানতে চাইছেন আসলেই কী এমনটা ঘটেছে? এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে যাদের, তাঁরা আরও দুশ্চিন্তায় পড়েছেন।সত্যিই কী ভয়ের কিছু আছে?
না দুশ্চিন্তার কিছু নেই। এই ছবিটি আসল নয়। সম্প্রতি গৌতম আদানি চর্চায় এসেছেন। আলোচনা-সমালোচনার পরেও তাঁকে নিয়ে রসিকতাও চলছে। আদানির শেয়ার পরে যাওয়ার পর থেকেই বিভিন্ন মিমে ছয়লাপ হচ্ছে ফেসবুক।তবে এই ছবিটি কেবল এডিট করা। বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023