SBI এটিএমে নেই টাকা, স্ক্রিনে লেখা “পয়সা আদানি নিয়ে গেছে’’

নিউজটাইম ওয়েবডেস্ক : এসবিআই ব্যাঙ্কের এটিএমে টাকা নেই। কিন্তু টাকা না থাকলে সচরাচর এটিএম স্ক্রিনে যা দেখা যায়, তা নেই এইখানে। বরং যা লেখা রয়েছে তা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। লেখা রয়েছে ‘’পয়সা আদানি নিয়ে গেছে’’।সকাল থেকে এই ছবিতেই ছয়লাপ ফেসবুক। সকলে জানতে চাইছেন আসলেই কী এমনটা ঘটেছে? এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে যাদের, তাঁরা আরও দুশ্চিন্তায় পড়েছেন।সত্যিই কী ভয়ের কিছু আছে?

না দুশ্চিন্তার কিছু নেই। এই ছবিটি আসল নয়। সম্প্রতি গৌতম আদানি চর্চায় এসেছেন। আলোচনা-সমালোচনার পরেও তাঁকে নিয়ে রসিকতাও চলছে। আদানির শেয়ার পরে যাওয়ার পর থেকেই বিভিন্ন মিমে ছয়লাপ হচ্ছে ফেসবুক।তবে এই ছবিটি কেবল এডিট করা। বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube