সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ

নিউজটাইম ওয়েবডেস্ক : সাঁতরাগাছি ব্রিজে মেরামতির জন্য আগামী ১৯ শে নভেম্বর থেকে ব্রীজে নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। আজ এই নিয়ে  হাওড়া পুলিশ কমিশনার অফিসে বিশেষ বৈঠক হয়।উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীন ত্রিপাঠি সহ ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা।এছাড়া ছিলেন কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা এবং পিডব্লিউডি’র ইঞ্জিনিয়াররা।

বৈঠকে সিদ্ধান্ত হয় ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাঁতরাগাছি ব্রীজের কোলকাতা মুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে।অন্য লেন দিয়ে হবে যানচলাচল।তবে সেটা রাত ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রীজে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যে কদিন ব্রীজ মেরামতির কাজ চলবে সে কদিন কোনও মালবাহী গাড়ি চলতে দেওয়া হবে না ব্রীজের ওপর দিয়ে।মালবাহী গাড়ি রাত দশটার পর কোলকাতার দিক থেকে আসতে পারবে।দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবে। অন্যদিকে মালবাহী গাড়ি কোলকাতায় ঢুকতে চাইলে রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে যেতে পারবে।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে এখনও নোটিফিকেশন না হলেও ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনে ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাঁতরাগাছি ব্রিজের কোলকাতা মুখী ২১ টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে।সেগুলো ঠিক করা হবে।এর আগে ২০১৬ সালে ব্রীজে অন্য লেনের এক্সটেনশন জয়েন্ট সারানো হলেও কোলকাতা মুখী লেনের কাজ হয়নি।ব্রীজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে। যার ফলে ব্রীজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় এক্সটেনশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।তাই ব্রীজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়ে

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube