রায়গঞ্জের রাস্তায় বড়দিনের উপহার নিয়ে সান্টা

নিউজটাইম ওয়েবডেস্ক : যীশুর জন্মদিন উপলক্ষ্যে রাতের  রায়গঞ্জ শহরে হঠাৎ দেখা মিললো সান্তা ক্লজ ও তাঁর সঙ্গীদের। উপহারের ঝুড়ি কাঁধে  নিয়ে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে  হাজির হন তাঁরা। দূর দুরান্ত থেকে যে সব লরি চালকরা তাঁদের গন্তব্যে যাচ্ছেন, সেইসব লরি চালকদের হাতে তুলে দেন কেক ও জলের বোতল।আর এই উপহার পেয়ে আবেগে ভাসলেন লরির চালকরাও। জীবিকা নির্বাহের জন্য সব ভুলে ব্যস্ততা সারা বছরই  থাকে লরি চালকদের ।  তাই তাঁরা  উৎসবের দিনে  পরিবারকে সেভাবে পাশে পাননা ।  প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে শান্তার হাত থেকে সারপ্রাইজ গিফট পেয়ে ভীষণ খুশি তারা লরি চালক দীনেশ কুমার যাদব ।

তিনি বলেন,লরি চালকদের সেভাবে কেউ কিছু দেয় না, তবে ক্রিসমাস উপলক্ষ্যে তিনি এই উপহার পেয়ে ভীষণ খুশি। এদিনের সান্তা ক্লজের সাথে শিশুরাও অংশ গ্রহণ করেন। তাঁরাও এই উৎসব আনন্দে মেতে ওঠেন।উপহার তুলে দেন লরি চালক, রাতের কর্মরত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে, উপহার তুলে দিতে পেরে খুশি সান্তা ক্লজ পম অধিকারী। তিনি জানান,লরি চালকরা সারা বছরই পরিবারের থেকে দূরে থাকে তাই উৎসবের দিনে তাদের হাতে উপহার তুলে দিতে পারায় ভীষণ খুশি সে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube