১ ওভারে ৭ ছক্কা, রুতুরাজের ব্যাটে নয়া কীর্তি

নিউজটাইম ওয়েবডেস্ক : এক ওভারে সাতটি ছক্কা। বিজয় হাজারে ট্রফিতে নয়া এই কীর্তির কারিগর রুতুরাজ গায়কোয়াড।উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে মহারাষ্ট্রের হয়ে ওপেন করতে নেমে এক ওভারে সাতটি ছক্কা হাঁকালেন এই ডানহাতি ব্যাটসম্যান। উত্তরপ্রদেশের শিবা সিংহের ওভারে সাতটি ছক্কা হাঁকান সিএসকের হয়ে খেলা এই তরুণ ব্যাটসম্যান। ম্যাচের ৪৯ তম এই ওভারে ছয়টি বলে ছয়টি ছক্কা হাকান রুতুরাজ। একটি নো বলও করেন শিবা। সেই বলেও আবার ও ছয় মারেন মহারাষ্ট্রের এই ব্যাটার। লিস্ট এ ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতরান হাঁকান তিনি। ১৫৯ বলে ২২০ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১৬টি ছক্কা হাঁকান রুতুরাজ।সেই সঙ্গে ইতিহাসে ঢুকে পড়লেন এই ভারতীয় ক্রিকেটার  ।

ক্রিকেট ইতিহাসে স্যার গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রোজ হুইটলে, হজরাতুল্লাহ জাজাই, লিও কার্টার, কাইরন পোলার্ড ও থিসারা পেরারা, সকলেই ৬ বলে ৬ ছক্কা হাকিয়েছেন। তাবলে ৭ ছয় আসেনি কারোর ব্যাটেই। আইপিএলে সিএসকের হয়ে নিজেকে আগেই প্রমাণ করেছেন। কিন্তু ভারতীয় দলে যেটুকু সুযোগ পেয়েছেন, দুর্ভাগ্যবশত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি।কিন্তু তিনি ভারতীয় দলের কড়া নাড়ছেন বুঝিয়ে দিলেন ঋতুরাজ গায়কোয়াড়।নির্বাচকরা কি দেখছেন ?

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube