নিউজটাইম ওয়েবডেস্ক :
খড়গপুর
গ্রামীন থানার অন্তর্গত জাতীয়
সড়ক ৬ এর পাশে
অবস্থিত একটি ফ্লাট থেকে
উদ্ধার হল রাশিয়ান ব্যক্তির
মৃতদেহ । জানা
গেছে গত ৪ নভেম্বর
খড়্গপুরের রেশমি কারখানাতে চারজন
কনসালটেন্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন। খড়্গপুর গ্রামীন থানার অন্তর্গত ৬
নম্বর জাতীয় সড়কের পাশে
একটি বহুতলে সাত তলা
২১৭৭ রুম থেকে তার
মৃতদেহ উদ্ধার করল খড়গপুর
গ্রামীন থানার পুলিশ।
মৃত ব্যক্তির নাম গাতুলিন রুসলান (Gatullin
Ruslan), বয়স ৬০। কি
কারণে মৃত্যু তা নিয়ে
ধোঁয়াশা ইতিমধ্যেই ওই তিন-রশিয়ান
ব্যক্তিকে আটক করে নিয়ে
যাওয়া হয়েছে খড়গপুর গ্রামীন
থানাতে। মৃতদেহ
উদ্ধার করে নিয়ে যাওয়া
হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে । খুন
না আত্মহত্যা তা নিয়ে তদন্ত
শুরু করেছে খড়গপুর গ্রামীন
থানার পুলিশ । ঘটনাস্থলে
পুলিশ আধিকারিকরা ।