
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ থেকে শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন্স সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী ভালোবাসার উদযাপন। যেহেতু এই ভ্যালেন্টাইন্স সপ্তাহ আসলে এ দেশের ঐতিহ্য নয়, তাই এই বিশেষ দিনগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে পাশ্চাত্যের প্রভাব। রোজ ডে কেন পালিত হয়, এর পিছনে ধারণা, ভাবনা কী জানেন?
গোলাপকে রোমান মাইথোলজিতে রহস্য এবং আবেগের চিহ্ন বলা হয়। রোমান ঈশ্বরী ভেনাসের সঙ্গে এই গোলাপের যোগসূত্র রয়েছে। গোলাপের সুগন্ধী এবং আকর্ষণ ক্ষমতার জন্য একে ভালোবাসার চিহ্নের সঙ্গে যুক্ত করা হয়েছে। ভিক্টোরিয়ানসরা মূলত এই গোলাপকে মান্যতা দিয়ে এসেছে। তখন থেকেই ভালোবাসার মানুষকে গোলাপ দেওয়ার রীতির সূত্রপাত হয়েছে। এমনকি তাঁরাই এই ফেব্রুয়ারির ৭ তারিখে রোজ ডে হিসেবে পালন করে আসছে।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023