
নিউজটাইম ওয়েবডেস্ক : হাসপাতালের বেডে শুয়ে মরণ বাঁচন লড়াই লড়ছেন, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দু’বার ক্যান্সারকে হারিয়ে আবারও যখন একে একে প্রথমে ব্রেইন স্ট্রোক এবং বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হলেন, তখন উদ্বেগ দেখা দিল নেটিজেনদের মধ্যে।পরিস্থিতি যখন আরও সঙ্কটজনক হয়ে যায়, তখন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী সকলকে প্রার্থনা করতে বলেন।প্রার্থনায় বানভাসি হয় ফেসবুক। এমনই সময় একটি পোস্ট করেন বিশিষ্ট অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।তাঁর পোস্টের নীচে সমালোচনায় মুখর হয় ফেসবুক নেটিজেনরা।
অভিনেতা ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো?’ এই পোস্টের পরই ক্ষোভ উগড়ে দেয় ঐন্দ্রিলার শুভাকাঙ্খীরা।ঋত্বিক চক্রবর্তী অনেকেরই পছন্দের অভিনেতা কিন্তু এই সময় তাঁর বক্তব্যকে গ্রহন করতে পারেনি তাঁর প্রশংসকেরাও। এর জেরেই আজ সকালে এবার একটি ফেসবুক পোস্ট করেন অভিনেতা ঋত্বিক। সেখানে তিনি স্পষ্ট করেন, আগের পোস্টটি ঐন্দ্রিলার কথা মাথায় রেখে করেননি। তাঁর পোস্টে যারা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা। এমনকি ঐন্দ্রিলা জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসুক এই শুভকামনাও জানিয়েছেন ওই পোস্টে।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023