রনলিয়ার কোল আলো করে ‘রাহা’

নিউজটাইম ওয়েবডেস্ক : সন্তান্-সম্ভবা আলিয়া ভাট। এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই উজ্জ্বসিত হয়ে পড়েছিল নেটিজেনরা।তারকা দম্পতির কোল আলো করে ছেলে আসবে না মেয়ে, তা নিয়ে চলেছে পূর্বালোচনা। দিন কয়েক আগে আলিয়া রনবীরের কোলে আসে কন্যা সন্তান। এরপর থেকে আবারও নতুন করে নেটিজেনদের জল্পনা শুরু হয়। এবারের বিষয় ছিল, রনলিয়ার কন্যা সন্তানের নাম কী হবে?

একাধিক নাম ছড়িয়ে পড়তে শুরু করেছিল। কিন্তু সেই জল্পনাতেও জল ঢেলে দিয়ে, সঠিক সময়ে কাপুর পরিবারের ছোট সদস্যের নাম প্রকাশ্যে আনল রনলিয়া। তাঁদের মেয়ের নাম ‘রাহা’। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেয়ের নাম সম্পর্কে এমনই পোস্ট করেছেন আলিয়া ভাট। লিখেছেন, মেয়ের নাম দিয়ে তাঁর ঠাকুমা অর্থাৎ নীতু কাপুর। মেয়ের নাম সম্পর্কে লিখেছেন আরও অনেক কথা।

মেয়ের নামের অর্থ স্পষ্ট করে দিয়েছেন আলিয়া। লিখেছেন, ‘রাহা’ নামীর অর্থ ঐশ্বরিক পথ। সোয়াহিলি ভাষায় এর অর্থ আনন্দ। সংস্কৃত ভাষায় ‘রাহা’ একটি জাতি।বাংলা ভাষায় এর অর্থ বিশ্রাম, স্বস্তি, মুক্তি। এবং আরবিক ভাষায় ‘রাহা’র প্ররথ শান্তি। অর্থাৎ সব অর্থেই আনন্দ, স্বাধীনতা, শান্তি। আলিয়ার সংযোজন, তাঁদের কন্যা ‘রাহা’কে প্রথম কোলে নিয়ে এই সব অর্থের অনুভূতি পেয়েছেন তাঁরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube