
নিউজটাইম ওয়েবডেস্ক : একসময়ে বলিউডের তাবড় আইটেম ডান্সারদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন রাখী সাওয়ান্ত। অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন তিনি, তবুও তাঁর চারপাশে পাপারাৎজিরা ভিড় জমান। রাখী সাওয়ান্তের জীবন যেন খোলা কিতাব। পাপারাৎজিদের সামনে নিজের জীবন নিয়ে বিশেষ গোপনীয়তা রাখেন না রাখী। প্রেম-বিবাহের ওঠা পড়াও গোপন রাখেননি তিনি।
আদিল দুরানীর সঙ্গে প্রেম করছিলেন বেশ কিছুদিন ধরেই। তারপরেই বিয়ে করেন দুজনে। সেখান থেকেই উঠল ঝড়। আদিল যে রাখীর সঙ্গে বিবাহিত তা স্বীকার করতে চাননি প্রথমে। তারপরেই রাখী বলেন, সালমান খানের মধ্যস্থতায় বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন রাখী। এখানেই ঝড় থামেনি। রাখী আবারও ক্যামেরার সামনে বলেন তাঁর এবং আদিলের সম্পর্ক ভাঙনের মুখে। শেষ পর্যন্ত থানায়, আদিলের বিরুদ্ধে রাখীর টাকা চুরি ও গায়ে হাত তোলার অভিযোগ এনে অভিযোগ দায়ের করেন রাখী। সেই অভিযোগের ভিত্তিতে আদিল দুরানীকে থানায় জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে পুলিশ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023