
নিউজটাইম ওয়েবডেস্ক : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপিকা ডঃ রুমকি সরকার সংসারিক মায়া ত্যাগ করে গ্রহণ করেছেন সন্ন্যাস জীবন।তবে সন্ন্যাসীনি হয়ে গেরুয়া বসন পরেই নিলেন ক্লাস।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে ভূগোল বিষয়ে অধ্যাপনা শুরু করেছিলেন রুমকি সরকার।তখন আর পাঁচটা সাধারণ মানুষের মত স্বাভাবিক জীবন যাপন করলেও বর্ধমানে এক দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর জীবনে আসে আমূল পরিবর্তন,পাল্টে যায় চিন্তা ভাবনা।
দীক্ষা নেওয়ার পর থেকেই সন্নাসীনি হওয়ার ইচ্ছা জাগে রুমকির মধ্যে।তারপরই দীর্ঘ তিন বছর ধরে সন্ন্যাসীনি হওয়ার প্রস্তুতি শুরু করেন ঐ অধ্যাপিকা, অবেশেষে সন্ন্যাসীনি হওয়ার সিদ্ধি লাভ করেন তিনি।তবে সন্ন্যাসীনি হয়ে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে ক্লাস নেওয়ার ব্যাপারে রুমকি বলেন,বিষয়টি পড়ুয়ারা খুব ভালো ভাবে নিয়েছে।অন্যদিকে শিক্ষিকাকে সন্ন্যাসীনি বেশে ক্লাস নিতে দেখে পড়ুয়ারা খুশি।ধির এবং শান্ত স্বভাবেরই শিক্ষিকা বলেই পরিচিত পড়ুয়াদের কাছে।তবে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হলে বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্ট্রার দুর্লভ সরকার জানান,পোশাক পরিচ্ছদ নিয়ে তাদের কোনো প্রশ্নের জায়গা নেই শুধু পড়ুয়ারা সঠিক শিক্ষাটা পাক এটুকুই চান তিনি।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023