
নিউজটাইম ওয়েবডেস্ক : ৯৬ বছরে এসে কিছুটা তাল কাটলো রায়গঞ্জের প্রিয় গোষ্ঠ উৎসবে । গরু ছাড়াই হল এবারের গোষ্ঠ উৎসবের বিরাট মিছিল । দুর্গা পূজার কার্নিভালে বলদের গাড়ির থেকে বলদ ছুটে রায়গঞ্জের বেশকিছু মানুষকে জখম করেছিল । যার মধ্যে একজনের মৃত্যু হয়েছিল ।
এরপরই প্রশাসনের পরিস্কার নির্দেশ কোনো পশুকে নিয়ে মিছিল করা যাবে না । তাই বহু দিন ধরে চলে আসা ঐতিহ্য, শহরের বন্দর এলাকা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে আবার একই পথে ফেরত আসার অলিখিত নিয়ম, যাতে হাতি ঘোড়া সহ প্রচুর গরু থাকতো । এবার এইসব বাতিল হলো । তবে দেব দেবী রূপের মানুষের বিরাট মিছিল ছিল চোখে পরার মতো।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023