
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা। ফুটবল বিশ্বকাপের বল গড়ানো শুরু। আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে চনমন করছে গোটা কাতার দল। তবে ২০১৯-এর এশিয়ান কাপ চ্যাম্পিয়নরা গ্রুপের দুর্বলতম। এই গ্রুপের বাকি দুটি দল নেদারল্যান্ডস ও সেনেগাল। তাই রবিবারই হয়ত তাদের সামনে গ্রুপের সহজতম প্রতিপক্ষ।
যদিও ইকুয়েডর র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ৫০তম স্থানে আছে কাতার। অন্যদিকে ইকুয়েডরের র্যাঙ্কিং ৪৪। তবে কাতারের হেড কোচ ফেলিক্স স্যানচেজ হুঙ্কার দিয়ে রেখেছেন। জানিয়েছেন, ম্যাচের ফল কী হবে কেউ জানে না। তবে বাস্তবের মাটিতে পা রেখেই তিনি জানাচ্ছেন, ‘আই বলছি না আমরা চ্যাম্পিয়ন হব, তবে গ্রুপে অন্যদের শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023