
নিউজটাইম ওয়েবডেস্ক : হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে দুর্গো উৎসবের সময় যে সমস্ত পুজো মণ্ডপে “সেভ ড্রাইভ লাইফ” নিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিয়েছিলেন। শুক্রবার সেগুলির মধ্যে তিনটি পূজা কমিটিকে পুরস্কারে ভূষিত করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। উলুবেড়িয়া ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে নরেন্দ্র মোড়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত সড়ক ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার্স অলকানন্দা ভাওয়াল ,গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার।
উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া এসডিপিও রাঘব এস , বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন ,উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ,ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ বিশিষ্ট অতিথিবর্গ। ২০২২ এর দুর্গা উৎসবে তিনটি পূজা কমিটি কে ২৫ হাজার টাকার আর্থিক অনুদান ও একটি করে ট্রফি প্রদান করা হয়। মন্ত্রী পুলক রায় বলেন প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় জাতীয় সড়কের ওপর অনেক দুর্ঘটনা কমেছে। মানুষকে আরও সচেতন হতে হবে, তাই আরও বেশি বেশি প্রচার করা প্রয়োজন। তিনি পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রীর এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানান।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023