
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করে বৃহস্পতিবার সকালে কয়লা খনি অঞ্চলে একাধিক কর্মসূচিতে যোগদান করতে রওনা দেন। এদিন সকালে হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অবৈধ কয়লা কারবার রুখতে গেলে রাজ্যের সহোযোগিতা প্রয়োজন আছে। অবৈধ কয়লা কারবার রুখতে সিআইএসএফ নজরদারি চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করছেন।
তিনি আরও বলেন, এটা রাষ্ট্রের ও রাজ্যের সম্পত্তি তাই রক্ষা করতে হবে।উল্লেখ্য, কয়লা চুরি ও পাচারের ঘটনায় তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা সিবিআই কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি ইস্টার্ন কোল্ড ফিল্ডস লিমিটেডের জিএম পদমর্যাদার প্রাক্তন ও বর্তমান সাত আধিকারিক কে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।যদিও সেই বিষয়টি সযত্নে এড়িয়ে গিয়েছেন কয়লা মন্ত্রী।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023